kalerkantho


সুন্দরবনে ১৩ দিনে অপহূত ৪৫ জেলে

মংলা (বাগেরহাট) প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সুন্দরবনের দুধমুখী এলাকা থেকে আরো ১২ জেলে অপহূত হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে ৪৫ জেলেকে অপহরণ করা হয়েছে। সব ঘটনায় সুন্দরবনকেন্দ্রিক দস্যুদল ‘জাহাঙ্গীর বাহিনী’ জড়িত বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনার কয়রা এলাকার কাছে পশ্চিম সুন্দরবনের দুধমুখী ও ভাইজোড়ায় মাছ ধরার নৌকায় হামলা চালিয়ে ১২ জেলেকে অপহরণ করে দস্যুরা। তাদের সবার বাড়ি কয়রায়।

এ খবর জানতে পেরে জেলেদের উদ্ধারে ওই এলাকায় কোস্ট গার্ড অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন বাহিনীর পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান।

জেলে ও মত্স্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দুধমুখী ও ভাইজোড়া এলাকায় দুই দফা মাছ ধরা নৌকায় হামলা চালায়। মাছ লুট করার পাশাপাশি দস্যুরা অন্তত ১২ জেলেকে ধরে নিয়ে গেছে। আগের মতো তাদের মুক্তির জন্য দুস্যরা টাকাও চেয়েছে বলে ওই সূত্রগুলো জানিয়েছে।

 

এর আগে গত বুধবার ভোরে ধানসিদ্ধির চর এলাকা থেকে ২০ জেলেকে অপহরণ করে একই বাহিনী। প্রত্যেক জেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে তারা ৫০ হাজার টাকা করে চেয়েছে। এ ছাড়া গত ২ সেপ্টেম্বর সুন্দরবনের ভদ্রা নদীর চাউলাবগী এলাকা থেকে ১৩ জেলে অপরহণ করে এই বাহিনী। একইভাবে তাদের জন্যও মুক্তিপণ চেয়েছে দস্যুদলটি।মন্তব্য