kalerkantho


আলোচনায় ড. মোশাররফ

সরকার পাপের ভার বইতে পারছে না

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সুপ্রিম কোর্ট সরকারের দুই মন্ত্রীর বিরুদ্ধে সংবিধান রক্ষার শপথ ভাঙার রায় দিলেও নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে তাঁদের মন্ত্রী পদ থেকে বাদ দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সরকারের পাপের বোঝা এত বেশি হয়ে গেছে যে এর ভার তারা বহন করতে পারছে না। তাদের অবস্থা নড়বড়ে।

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. মোশাররফ এ কথা বলেন।

দেশে ‘অলিখিত বাকশাল’ শাসন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ১/১১ সেনাসমর্থিত সরকারের মতো আওয়ামী লীগ সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তারা তারেক রহমানকে টার্গেট করেছে, তারা খালেদা জিয়া ও জিয়া পরিবারকে টার্গেট করেছে। এর থেকে উত্তরণ ঘটাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংগঠনের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সাইফুল ইসলাম পটু প্রমুখ বক্তব্য দেন।মন্তব্য