kalerkantho


আনোয়ার গার্লস কলেজের বিজ্ঞান মেলা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ঢাকা সেনানিবাসের শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের বিজ্ঞান মেলা-২০১৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিজ্ঞান মেলা পরিদর্শন এবং পুরস্কার বিতরণ করেন। তাঁকে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ কর্নেল মো. রশিদুল ইসলাম খান। বিজ্ঞান মেলায় ৩০টি কলেজের প্রায় ১৫০টি স্টল ছিল। এতে ২০০টিরও বেশি প্রজেক্ট প্রদর্শিত হয়।মন্তব্য