kalerkantho


সন্ত্রাস দমনে পুলিশকে প্রশংসা বার্নিকাটের

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সন্ত্রাস দমনে পুলিশকে প্রশংসা বার্নিকাটের

সন্ত্রাস দমনে বাংলাদেশের পুলিশের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। গতকাল শনিবার নারায়ণগঞ্জে নগর ভবন পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পুলিশ অন্য দেশের তুলনায় দক্ষতা, ধৈর্য, কঠোর পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে সন্ত্রাস মোকাবিলা করছে। কাজটি অনেক কঠিন।

আদমজী ইপিজেডে একটি তৈরি পোশাক কারখানা উদ্বোধন উপলক্ষে গতকাল নারায়ণগঞ্জে যান বার্নিকাট। নগর ভবন পরিদর্শনের পর তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সব ব্যাপারে সহযোগিতা করছে। বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে আমাদের সব সময় সতর্ক থেকে নজর রাখতে হবে। কারণ এটা মনে করা উচিত না যে সমস্যা সমাধান হয়ে গেছে।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী এ সময় উপস্থিত ছিলেন।মন্তব্য