kalerkantho


নোয়াখালীতে ওবায়দুল কাদের

ভারতের সঙ্গে কাঁধ মিলিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করব

নোয়াখালী প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারত বাংলাদেশের বন্ধু। আমরা ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করব। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে মিশে আছে হাজার হাজার ভারতীয় সেনার রক্ত। আমরা ভারতের এ মহানুভবতার কথা কখনো ভুলব না।’

গতকাল শনিবার নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন ও গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও ডেপুটি হাইকমিশনার সোমনাথ হালদার। গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মন্তব্য