kalerkantho


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ডা. আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০স্বাস্থ্য অধিদপ্তরের  মহাপরিচালক পদে ডা. আবুল কালাম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগ দিয়েছেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বিদায়ী মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। ডা. দীন মো. নুরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয় গত ৩১ আগস্ট।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গত বৃহস্পতিবার এই পদে যোগদানের আগে একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন, পরিকল্পনা ও উন্নয়ন) এবং পরিচালক (এমআইএস) পদে কর্মরত ছিলেন। এর আগে বিভিন্ন সময়ে তিনি ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালকসহ বিভিন্ন চিকিত্সা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।মন্তব্য