kalerkantho


আশুলিয়ায় বেতন বোনাসের দাবিতে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ঈদুল আজহার আগে আগস্ট মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস এবং শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাঁটাইকৃত শ্রমিকদেরও বকেয়া পাওনা পরিশোধের আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতনভাতা ও ঈদ বোনাস দিতে হবে। এ ছাড়া শ্রমিক ছাঁটাই বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুগ ক্ষতিপূরণ দেওয়াসহ মাস্ট নিটওয়্যার লিমিটেড, গ্যালাক্সি ওয়াশিং প্লান্ট লিমিটেড, এডর্ন নিট ওয়্যার লিমিটেডসহ সব পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে।

শ্রমিক নেতারা বলেন, আশুলিয়ায় কিছুদিন আগে ডেকো ডিজাইন লিমিটেড নামের একটি কারখানায় গণহারে শ্রমিক অসুস্থ হয়েছিল। ওই ঘটনাকে ভূত আতঙ্কের কথা বলে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খালেকুজ্জামান লিপন, সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আশুলিয়া থানা কমিটির সভাপতি মাফিজুল ইসলাম শামীম, সহসভাপতি মিলন মিয়া, মহিলা সম্পাদক শাহনাজ আক্তার, আবুল কালাম, সাঈদ মিয়া, আনোয়ার সিকদার প্রমুখ।মন্তব্য