kalerkantho


লন্ডনে চিকিৎসা শেষে ফিরেছেন সৈয়দ হক

কালের কণ্ঠ ডেস্ক   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০লন্ডনে চিকিৎসা শেষে ফিরেছেন সৈয়দ হক

চিকিৎসকদের পরামর্শ নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বৃহস্পতিবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা করে গতকাল শুক্রবার সকালে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

চিকিৎসার জন্য গত এপ্রিলে যুক্তরাজ্যে যান ৮০ বছর পেরোনো সৈয়দ শামসুল হক। লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। লন্ডনে অবস্থানকালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে এক স্মরণসভায় অংশ নিয়েছিলেন তিনি।

কবিতা, নাটক, গল্প, উপন্যাসসহ সাহিত্যের সব শাখায় বিচরণকারী সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্ম নেন। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের হাত দিয়ে ‘খেলারাম খেলে যা’, ‘নীল দংশন’, ‘মৃগয়া’, ‘দূরত্ব’, ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’, ‘আয়না বিবির পালা’, ‘বৈশাখে রচিত পংক্তিমালা’সহ বহু পাঠকপ্রিয় বই এসেছে। তাঁর লেখা নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও ‘নুরল দীনের সারাজীবন’ দেশের মঞ্চনাটকের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।মন্তব্য