kalerkantho


কানাডায় ট্রাকচাপায় বাংলাদেশ হাইকমিশন কর্মীর মেয়ে নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কানাডায় ট্রাকচাপায় বাংলাদেশ হাইকমিশন কর্মীর মেয়ে নিহত

কানাডার রাজধানী অটোয়ায় ট্রাকচাপায় বাংলাদেশ হাইকমিশনের অ্যাকাউন্টস বিভাগের এক কর্মীর মেয়ে নুসরাত জাহান (২৩) নিহত হয়েছেন। বাবার চাকরির সুবাদে তিন বছর আগে পরিবারের সঙ্গে অটোয়ায় এসে উইলিস কলেজে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছিলেন নুসরাত। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ হাইকমিশনের কর্মীসহ প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নুসরাত গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। বাসা থেকে দুই ব্লক দূরে নির্মাণ কম্পানি টমলিনসনের একটি ট্রাক তাঁকে চাপা দেয়।

নুসরাতের ভাই মো. আবদুল্লাহ আল নাসের সিবিসি নিউজকে বলেছেন, ‘ও ছিল আমাদের পরিবারের সবার ছোট, সবার আদরের। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না।’

অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন নুসরাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। যাদের ট্রাক সেই প্রতিষ্ঠান টমলিনসনও এক বিবৃতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে টমলিনসন। তারা পুলিশের তদন্তে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে।

সূত্র : বিডিনিউজ।মন্তব্য