kalerkantho


নিউজিল্যান্ডে ৭.১ তীব্রতার ভূমিকম্প

সুনামি সতর্কতা

কালের কণ্ঠ ডেস্ক   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নিউজিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলসংলগ্ন সাগরে ৭.১ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সুনামি সতর্কতা জারি করেছে। নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।

ইউএস জিওলোজিক্যাল সার্ভে জানিয়েছে, নিউজিল্যান্ডের গিসবর্নের ১৬৯ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্পের উত্পত্তি। এর কেন্দ্র ছিল ৩০ কিলোমিটার গভীরে। সূত্র : বিবিসি ও রেডিও নিউজিল্যান্ড।মন্তব্য