kalerkantho


টেক্সাসে নিহত বাংলাদেশি দম্পতির দাফন আজ

নিউ ইয়র্ক প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি মাহবুবুল ইসলাম ও সাফিনা সৌরভ দম্পতির জানাজা টেক্সাসের ডালাস রিচার্ডসন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার বাদ জোহর এ জানাজা হয়। এ ছাড়া আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজই তাঁদের লাশ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত মাহবুবুল সৌরভ দম্পতির ছেলে শাদাব সৌরভ স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাদাব সৌরভকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কিছুটা সময় লাগবে।মন্তব্য