kalerkantho


সাগরে ৩ নম্বর সতর্কসংকেত

চট্টগ্রামে ভারি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর মেঘমালার কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বেশির ভাগ জেলায় কমবেশি বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে ৫৯ মিলিমিটার। চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রাম নগরে রাতে বৃষ্টিপাতের কারণে নগরের নিম্নাঞ্চলে পানি জমে যায়। তবে শুক্রবার সকালের মধ্যেই পানি সরে যায়।মন্তব্য