kalerkantho


৩২ নম্বর ওয়ার্ডের কষ্ট শুনলেন মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক   

৩০ মার্চ, ২০১৬ ০০:০০পুরান ঢাকার ৩২ নম্বর ওয়ার্ডের নানা সংকট ও সমস্যার কথা সরাসরি শুনলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ এলাকার সব সড়কবাতি ৩৬ ঘণ্টার মধ্যে জ্বালানোর ঘোষণা দিয়েছেন তিনি। রাস্তা থেকে ডাস্টবিন সরানো, ময়লা অপসারণ, স্যুয়ারেজ সমস্যা নিরসনসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতে তাত্ক্ষণিক নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্টদের। গতকাল মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে ‘জনপ্রতিনিধি জনতার মুখোমুখি’ শিরোনামের এক সভায় মিলিত হন মেয়র।

সভায় সাঈদ খোকন বলেন, ‘আপনাদের সমস্যার কথা শুনতে এসেছি, মন দিয়ে শুনব, মন দিয়ে কাজ করব। আপনারা আমার এবং আমার কাউন্সিলরদের থেকে কড়ায় গণ্ডায় কাজ বুঝে নেবেন।’মন্তব্য