kalerkantho


সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

সিলেট অফিস   

২৭ মার্চ, ২০১৬ ০০:০০সংঘর্ষ ও সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় টিলাগড়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্যে সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিলাগড় পয়েন্টে আজমির হোটেলে রায়হান সমর্থক কয়েকজন কর্মী আড্ডা দিচ্ছিল। এ সময় নিপু সমর্থক-কর্মীরা সেখানে যায়। এরপর কথাকাটাকাটির জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে ঘটনার পর পর ওই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সিলেট জেলা কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির বলেন, ‘কয়েক দিন আগে টিলাগড় ও এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি হয়। এসব ঘটনায় যারা জড়িত তাদের কেন্দ্র থেকে শোকজ করা হবে। শোকজের জবাব পেলে পরবর্তী পরিস্থিতি বিবেচনা করা হবে। তবে আপাতত কমিটি স্থগিতই থাকবে।’মন্তব্য