kalerkantho


‘শিল্প জোর করে শেখানো যায় না’

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৭ মার্চ, ২০১৬ ০০:০০কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘শিল্প এমন একটা বিষয়, যা অনুভূতি, ভালোলাগা ও ভালোবাসা থেকেই জন্মায়। শিল্প জোর করে শেখানো যায় না।’ গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছয় দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসান আজিজুল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের মধ্যে বেশ কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। অমরা সব যুদ্ধাপরাধীর শাস্তি দেখতে চাই। কিন্তু চারদিকে জুজুর ভয়। পৃথিবীজুড়ে এই জুজুর ভয় চলছে। কিন্তু বাকি যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে আমরা দেখাতে চাই—আমরাও পারি।’

হাসান আজিজুল হক আরো বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশ সৃষ্টির সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ভাবতেই অবাক লাগে, হত্যাকারীরা ছিল বাঙালি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। আর সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের সমন্বয়ক অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার।মন্তব্য