kalerkantho


মা-বাবার পাশে চিরনিদ্রায় দিতি

সোনারগাঁ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)   

২২ মার্চ, ২০১৬ ০০:০০মা-বাবার পাশে চিরনিদ্রায় দিতি

আরাফাত সানি ও তাসকিনকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে গতকাল শাহবাগে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করে ক্রিকেট অনুরাগীরা। ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দত্তপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গতকাল সোমবার দুপুর পৌনে ২টায় দত্তপাড়ায় নিজ বাড়ির সামনে মসজিদ মাঠে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। দিতির মামা মাওলানা দেলোয়ার হোসেন জানাজায় ইমামতি করেন। এর আগে ঢাকার এফডিসি ও গুলশানে একাধিক জানাজা হয়।

সকালে দিতির মরদেহ আনা হলে শোকের ছায়া নেমে আসে তাঁর দীর্ঘদিনের চেনা অঙ্গন এফডিসিতে। সেখানে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে অশ্রুসজল চোখে প্রিয় অভিনেত্রীকে বিদায় দেন। স্মৃতিচারণা করেন অনেকে। এ সময় মায়ের জন্য দোয়া চান কন্যা লামিয়া।

কফিনের পাশে প্রবীণ-নবীন অভিনেতা-অভিনেত্রীর ভিড়। শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন প্রযোজক-পরিচালক, কলা-কুশলীরা। এসেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও। কফিনের কাছে দাঁড়িয়ে মন্ত্রী শিল্পের প্রতি দিতির দায়বোধের প্রশংসা করলেন।

সোনারগাঁর দত্তপাড়া গ্রামের মৃত আবুল খলিফার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তৃতীয় হলেন দিতি। দিতি ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আশির দশকে বাংলা চলচ্চিত্রে পা রাখেন তিনি।মন্তব্য