kalerkantho


সিলেটে বিকল হত্যায় ১১ জনের বিরুদ্ধে মামলা

সিলেট অফিস   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০বখাটেপনার প্রতিবাদ করতে গিয়ে সিলেটে যুবলীগ কর্মীদের হাতে বিপ্লব রায় বিকল (২৮) নিহত হওয়ার ঘটনায় যুবলীগকর্মী জমসেদ সিরাজসহ পাঁচজনের নাম উল্লেখ করে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত বুধবার রাত পৌনে ১টার দিকে নিহতের বড় ভাই বিশ্বজিত রায় বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলো সুমন দাস, কবির আহমদ, রুবেল দাস ও জুবেল মিয়া।

থানার ওসি সোহেল আহমদ জানান, ঘটনার পর থেকে তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আসামিরা গা ঢাকা দিয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিকলের ওপর হামলা চালায় যুবলীগকর্মী জমসেদ সিরাজ ও তার সহযোগীরা। ওসমানী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত দেড়টায় বিকল মারা যান।মন্তব্য