kalerkantho


অভিভাবকদের কর্মসূচি

প্রাথমিক সমাপনী বাতিল ও কোচিং নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক   

১৬ মার্চ, ২০১৬ ০০:০০পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা ও কোচিং নিষিদ্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন অভিভাবকরা। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সব অনিয়ম-দুর্নীতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয়কে আরো কঠোর হওয়ার দাবিও জানান তাঁরা।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিভাবক ঐক্য ফোরাম এ কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া, ১৭ থেকে ২৪ মার্চ স্কুলে স্কুলে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, ২৫ মার্চ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ২ এপ্রিল শিক্ষাবিদদের নিয়ে মতবিনিময় সভা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু।মন্তব্য