kalerkantho


তিন বিলে সই রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৬ ০০:০০বাংলাদেশ কোস্ট গার্ড বিল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও পেট্রোলিয়াম করপোরেশন বিলে সই করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফলে বিল তিনটি আইন হিসেবে কার্যকর হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদের গণসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, কোস্ট গার্ড আইন-২০১৬ কার্যকর হওয়ায় আগামী দিনে কোস্ট গার্ডের কোনো সদস্য বাহিনীর অভ্যন্তরে বিদ্রোহের সূচনা করলে, বিদ্রোহে প্ররোচনা দিলে, অংশ নিলে কিংবা বিদ্রোহে অবস্থান করে তা দমনের ব্যবস্থা না নিলে কোস্ট গার্ড আদালত কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত বা অন্য কোনো আইনের অধীনে লঘুদণ্ডে দণ্ডিত হবে।

আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের আবাসনসহ নানা খাতে উন্নয়নের লক্ষ্যে কার্যকর করা হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন। আর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইনের লক্ষ্য হলো পেট্রোলিয়ামের আমদানি, মজুদ ও পরিবহন নিয়ন্ত্রণে রাখা।মন্তব্য