kalerkantho


জাসদের সম্মেলনে ইনু

বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক   

১২ মার্চ, ২০১৬ ০০:০০জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আগুনসন্ত্রাসী ও জঙ্গি নেত্রী খালেদা জিয়া দম ফেলার চেষ্টা করছেন, শক্তি সঞ্চয় করছেন। তিনি কৌশল পাল্টে চূড়ান্ত আক্রমণ হানার চেষ্টা করছেন। আরো বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন।’

গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে। খালেদা জিয়া পিছু হটায় ও যুদ্ধাপরাধীদের বিচার চলায় আপাতত মনে হতে পারে যে পরিস্থিতি শান্ত। কিন্তু ওপরে ওপরে পরিস্থিতি শান্ত হলেও যুদ্ধ পরিস্থিতি ও সংকট রয়েই গেছে।’

জাসদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের নেতারা ও বিভিন্ন দেশের বাম নেতা-কূটনীতিকরা বক্তব্য দেন। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘সরকারকে অস্থিতিশীল করতে চক্রান্ত হচ্ছে। কথা নেই, বার্তা নেই কার্গো বিমান চলাচল বন্ধ করে দেওয়ার চক্রান্ত। ওরা চক্রান্ত করছে। শেখ হাসিনাকে চাপে রাখার চেষ্টা হচ্ছে। বঙ্গবন্ধু কখনো আত্মসমর্পণ করেননি, শেখ হাসিনাও করবেন না।’

সমবেত নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। খালেদা জিয়া বারবার পরাজিত হয়েছেন। কৌশলে পরাজিত হয়েছেন, নির্বাচনে পরাজিত হয়েছেন। আগামীতেও হবেন।’

১৪ দলের ঐক্য বজায় রাখতে মনোযোগী হতে পরামর্শ দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। ফলে তৃণমূলে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। কিন্তু যদি তৃণমূলে পারস্পরিক সমপ্রীতি বিনষ্ট হয় তাহলে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।’

চীনের রাষ্ট্রদূত মা কু মিং বলেন, ‘আমার দল চীনা কমিউনিস্ট পার্টির মতোই বাংলাদেশের জাসদ। এ দুই দলের মধ্যে সম্পর্কও দীর্ঘদিনের। তাই জাসদের অনুষ্ঠানে এত মানুষের ভিড় দেখে আমি আনন্দিত। বাংলাদেশের সঙ্গে চীনের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। এ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন সব সময় পাশে থাকবে।’

দীর্ঘ ছয় বছর পর গতকাল জাসদের জাতীয় সম্মেলন শুরু হয়। আজ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা আসবে।মন্তব্য