kalerkantho

ঢাকার প্রথম নারী সিজেএম জেসমিন আরা

নিজস্ব প্রতিবেদক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) হিসেবে ঢাকা মহানগরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, ‘ঢাকার সিজেএম পদে এই প্রথম কোনো নারী বিচারককে নিয়োগ দেওয়া হলো। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়েছে।

মন্তব্য