kalerkantho

‘শিশুদের অস্বাভাবিক মৃত্যু চাই না’

১১ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘আমরা  শিশুদের অস্বাভাবিক মৃত্যু চাই না’ স্লোগান নিয়ে রাজধানীতে মানববন্ধন করেছে ঢাকা সিটি ইয়ুথ ফোরাম। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকার দেড় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

মানববন্ধনে মূল বক্তা ছিলেন ফোরামের প্রেসিডেন্ট নিজাম হোসেন। তিনি শিশুমৃত্যু নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা শিশু সহিংসতা করব না, কাউকে করতে দেব না। যদি কেউ করে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’ নিজাম হোসেন শিশু আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এর আগে একই স্লোগান নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে তারা। গত সোম, মঙ্গল ও বুধ এই তিন দিনে প্রায় ২১ হাজার মানুষ তাতে অংশ নেয়। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য