kalerkantho

আমিরের উপদেষ্টা আসছেন

ইউনেসকোর শীর্ষ পদে নির্বাচনে সমর্থন চেয়েছে কাতার

কূটনৈতিক প্রতিবেদক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০১৭ সালে অনুষ্ঠেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক পদে নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়েছে কাতার। দেশটির প্রার্থী হিসেবে আমিরের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারি ইউনেসকোর পরবর্তী মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ গত বুধবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি ওই সমর্থন চান। কাতারের আমিরের ওই উপদেষ্টা শিগগির বাংলাদেশে আসবেন এবং সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সে সময়ই তাঁর প্রার্থিতার প্রতি বাংলাদেশের সমর্থন দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে।

দোহায় বাংলাদেশ দূতাবাস জানায়, কাতারের আমিরের উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারির আমন্ত্রণে রাষ্ট্রদূত আসুদ আহমেদ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কাওয়ারি কেবল তাঁর দেশ নয়, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য শিল্প, সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্যের উন্নয়নে নিজের ভূমিকার কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

মন্তব্য