kalerkantho


কাফরুলে গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০১৬ ০০:০০রাজধানীর কাফরুলে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার থেকে জনিয়া বেগম (১৫) নামের ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান আহসান হাবীবের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ করত বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। বাবার নাম ওসমান গনি।

আহসান হাবীবের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসায় কাজ শেষ করে এক নারীর সঙ্গে বের হয় জনিয়া। এর কিছুক্ষণ পরই বাসার নিচে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। জনিয়ার মুখে ওড়না বাঁধা ছিল। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তারক্ষী সিদ্দিক ও লিফট অপারেটর এমদাদকে আটক করা হয়েছে বলে জানান কাফরুল থানার এসআই কামরুজ্জামান।মন্তব্য