kalerkantho


অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল নর্থ সাউথ

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০১৬ ০০:০০নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) দুই যুগ পূর্তি অনুষ্ঠানমালার চতুর্থ দিনে গতকাল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ক্রিকেটারদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম, ট্রাস্টি বোর্ড সদস্য এম এ হাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী প্রমুখ।মন্তব্য