kalerkantho


যশোরে ডেইলি স্টার সম্পাদকের জামিন

বিশেষ প্রতিনিধি, যশোর   

৭ মার্চ, ২০১৬ ০০:০০যশোরে দায়ের হওয়া দুটি মানহানি মামলার একটিতে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। যশোরের চৌগাছা উপজেলার এক আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় গতকাল রবিবার শুনানি শেষে তাঁকে জামিন দেন বিচারক শাহাজাহান আলী।

মাহফুজ আনাম গতকাল আদালতে হাজির হলে তাঁর সঙ্গে ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমানসহ স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদক ও যশোরে কর্মরত জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে যশোরের দুটি আদালতে পৃথক মানহানি মামলা করা হয়। যশোরের চৌগাছা উপজেলার এক আওয়ামী লীগ নেতা এবং জেলা ছাত্রলীগের এক নেতা মামলা দুটি দায়ের করেন। এর মধ্যে চৌগাছা আওয়ামী লীগ নেতার মামলায় আদালত সমন জারি করেছিলেন। গতকাল এ মামলায় জামিন পান মাহফুজ আনাম।মন্তব্য