kalerkantho


হবিগঞ্জে এবার নিখোঁজ আরেক মাদ্রাসা ছাত্র

হবিগঞ্জ প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৬ ০০:০০হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে অপহরণ শেষে হত্যার ঘটনার পর নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র সাইফুর রহমান আনন্দকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে ২০ দিন আগে।

এর মধ্যে গত শনিবার থেকে নিখোঁজ রয়েছে আরেক মাদ্রাসা ছাত্র। তায়েন মিয়া নামের (১৩) এই শিশুটি হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা সড়কের কাশেম মিয়ার ছেলে। সে শায়েস্তাগঞ্জ ফর্দখলা আনোয়ার মদিনা মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে,  তায়েন শনিবার দুপুরে বাসা থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। কিন্তু মাদ্রাসা ছুটির পর সে আর বাসায় ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ওই দিন রাতেই তায়েনের চাচা পুলিশ সদস্য মাসুদ আহমেদ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অন্যদিকে শায়েস্তাগঞ্জের নিশাপট গ্রামের জমির আলীর ছেলে আনন্দ স্থানীয় সুলতানশী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ বলছে, আনন্দ নিখোঁজ হওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।মন্তব্য