kalerkantho


চাটখিলে পুকুরে ডুবে দুই যমজ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

৫ মার্চ, ২০১৬ ০০:০০নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো ওই গ্রামের কামারবাড়ির সৌদি আরবপ্রবাসী শহীদ উল্লাহর ছেলে মাহমুদ হাসান (২) ও মাইনুল হোসেন (২)।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় লোকজন জানায়, দুপুর ১২টায় মাহমুদ ও মাইনুল বাড়ির উঠানে খেলা করছিল। তাদের মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় কোনো এক ফাঁকে দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এরপর পুকুর থেকে তাদের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।

রামনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্ট কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাটখিল থানার ওসি নাছির উদ্দিন জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাদের মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।মন্তব্য