kalerkantho


এস এ গেমসে পদক বিজয়ী সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক   

৪ মার্চ, ২০১৬ ০০:০০এস এ গেমসে পদক বিজয়ী সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল ঢাকা সেনানিবাসে এসএ গেমসে পদক বিজয়ী সেনাসদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। ছবি : আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল ঢাকা সেনানিবাসের সেনাসদরে এস এ গেমসে সেনাবাহিনীর পদক বিজয়ীদের সংবর্ধনা দেন। তিনি পদক বিজয়ীদের হাতে প্রাইজমানি ও ক্রেস্ট তুলে দেন। ভারতে অনুষ্ঠিত এস এ গেমসে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ জন সদস্য ১৭টি খেলায় অংশগ্রহণ করে একটি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং ২৮টি ব্রোঞ্জ পদক পান। সেনাবাহিনী শ্যুটিং দলের সদস্য শাকিল আহমেদ ব্যক্তিগত ৫০ মিটার ফ্রি পিস্তলে স্বর্ণপদক অর্জন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ক্রীড়াবিদদের এ সফলতার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, শান্তির সময়ে খেলাধুলার ওপর ভিত্তি করে একজন সৈনিক অথবা একটি ইউনিটের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। ১৯৭৩ সাল থেকে সেনাবাহিনী জাতীয় পর্যায়ে সাতটি গেমসে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ক্রীড়াঙ্গনে প্রবেশ করে। পরবর্তী সময়ে সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সময়ের আবর্তে তা বেড়ে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের অধীনে বর্তমানে ২৪টি গেমস পরিচালিত হচ্ছে।মন্তব্য