kalerkantho


সিলেট সার্কিট হাউসের ভিআইপি কক্ষে আগুন

সিলেট অফিস   

৩ মার্চ, ২০১৬ ০০:০০সিলেট সার্কিট হাউসের দুটি ভিআইপি কক্ষ আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। সিলেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধান বিচারপতি, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীর জন্য ওই কক্ষগুলো প্রস্তুত করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, বুধবার সকালে হঠাৎ করে সার্কিট হাউসের নতুন ভবনের একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে সার্কিট হাউসের ২০১ ও ২০২ নম্বর ভিআইপি কক্ষের সব আসবাবপত্র ও ইলেকট্রনিকস মালামাল পুড়ে যায়।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।মন্তব্য