kalerkantho


মাহফুজ আনামের বিরুদ্ধে আরো একটি মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৩ মার্চ, ২০১৬ ০০:০০ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে ময়মনসিংহের ৭ নম্বর আমলি আদালতে আরো একটি মানহানির মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গফরগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন রানা বাদী হয়ে ১০ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণ চেয়ে মামলাটি দায়ের করেছেন। ময়মনসিংহের ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান মামলাটি আমলে নিয়ে সমন জারির আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া জানান, মামলার বিবাদী মাহফুজ আনামকে আগামী ২৭ মার্চ আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ময়মনসিংহের দুটি আমলি আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি এবং মানহানির অভিযোগে তিনটি মামলা দায়ের হয়েছিল।মন্তব্য