kalerkantho


পুলিশ ফাঁড়ির জন্য জমি দিল কৃষক

খাগড়াছড়ি প্রতিনিধি   

২ মার্চ, ২০১৬ ০০:০০পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য জমি দান করেছেন খাগড়াছড়ি রামগড়ের এক কৃষক। আবুল বাশার নামে ওই কৃষকের দান করা তিন একর জমিতে নাকাপা পুলিশ ফাঁড়ির স্থায়ী ভবন করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মজিদ আলী। রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বাশার আনুষ্ঠানিকভাবে জমির কাগজপত্র হস্তান্তর করেছেন।

কৃষক আবুল বাশার পুনর্বাসিত বাঙালি হিসেবে রামগড় নাকাপায় পাঁচ একর জমি বন্দোবস্ত পেয়েছিলেন। খাগড়াছড়ি-ফেনী সড়ক-লাগোয়া এ জমিতে একসময় অস্থায়ী সেনা ক্যাম্প ছিল। এরপর জমির একপাশে ১৯৮৯ সালে অস্থায়ী ঘর তুলে স্থাপন করা হয় পুলিশ ক্যাম্প। গত বছর বজ্রপাতে সেখানে এক কনস্টেবলের মৃত্যু হয়।মন্তব্য