kalerkantho


খুলনায় বিহারি ক্যাম্পে আগুন ৪০ ঘর ছাই

খুলনা অফিস   

১ মার্চ, ২০১৬ ০০:০০খুলনা নগরীর খালিশপুর বিহারি ক্যাম্পে আগুন লেগে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে। এ সময় তাড়াহুড়া করে বের হতে গিয়ে আহত হয়েছেন একজন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে খালিশপুরের কোহিনূর মোড়ের বিহারি ক্যাম্পে রাইস কুকারে রান্নার সময় আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, খালিশপুর, দৌলতপুর, টুটপাড়া ও বয়রা ফায়ার স্টেশনের সাতটি অগ্নিনির্বাপক ইউনিট এবং স্থানীয় জনগণ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর বের হতে গিয়ে মরিয়ম (৫৮) নামের এক নারী আহত হয়েছেন। তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মন্তব্য