kalerkantho

সাড়ে তিন মাসের শিশুকন্যার মুখে বিষ ঢেলে হত্যা

বিশেষ প্রতিনিধি, যশোর   

১ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযশোরের অভয়নগরে মুখে বিষ ঢেলে পৃথিলা নামের সাড়ে তিন মাস বয়সের কন্যাসন্তানকে হত্যা করেছে পাষণ্ড বাবা। পর পর চারজন কন্যাসন্তান জন্ম নেওয়ায় মেয়েটির মুখে বিষ ঢেলে হত্যা করা হয়। রবিবার সকালে এ বিষপ্রয়োগের ঘটনার পর সোমবার সকালে শিশুটি মারা যায়। এদিন দুপুরে দাফনের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত বাবা শফিয়ার রহমান পলাতক।

অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, কৃষক শফিয়ার রহমানের (৫০) তিনটি মেয়ে ছিল। সর্বশেষ সাড়ে তিন মাস আগে আরেকটি মেয়ে হয়। পর পর চারটি কন্যাসন্তান হওয়ায় শফিয়ার ক্ষুব্ধ ছিল। স্ত্রী বাড়ির বাইরে গেলে শিশু পৃথিলার মুখে বিষ ঢেলে দেয় শফিয়ার। স্ত্রী বাড়ি এসে সন্তানের মুখে বিষ ঢেলে দেওয়ার বিষয়টি বুঝতে পারেন। এরপর শিশুটিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সোমবার ভোরে সেখানে শিশুটির মৃত্যু হয়। এরপর লাশ বাড়িতে এনে গোপনে দাফনের চেষ্টা চলছিল। খবর পেয়ে সোমবার দুপুরের দিকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর পাষণ্ড বাবার বিরুদ্ধে ৩০২ ধারায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। ঘটনার পর কন্যাসন্তান হত্যাকারী শফিয়ার রহমান পলাতক রয়েছে।

মন্তব্য