kalerkantho

মানুষ মানুষের জন্য...

আহনাফ আরীব   

৩ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানুষ মানুষের জন্য...

কয়েক মাস ধরে ব্ল্যাড ক্যান্সারে ভুগছে তিন বছরের শিশু আহনাফ আরীব। প্রতি মাসে পাঁচ থেকে ছয়বার তাকে রক্ত দিতে হয়। রক্তের গ্রুপ 'ও' পজিটিভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী ইয়াকুব জামালের অধীনে চিকিৎসা চলছে আহনাফের। চিকিৎসকরা জানিয়েছেন, তার অস্থিমজ্জা প্রতিস্থাপনে প্রায় ৫০ লাখ টাকা লাগবে। বেসরকারি চাকরিজীবী বাবা এস এম আতিকুরের পক্ষে এত টাকার সংস্থান করা সম্ভব নয়। তাই আরীবের পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের কাছে অর্থ সাহায্য চাওয়া হয়েছে। আরীবকে সাহায্য পাঠানোর ঠিকানা : এস এম আতিকুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হিসাব নম্বর-১৮৯৯২২৪৮২০১। যোগাযোগ : ০১৭১৬৬১৪৭১১।

 

মন্তব্য