kalerkantho

কাল শপথ নিচ্ছেন না মোকাব্বির

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৯ ১৯:৫৮ | পড়া যাবে ২ মিনিটেকাল শপথ নিচ্ছেন না মোকাব্বির

আগামীকাল (৭ মার্চ) গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খানের শপথ নেওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে তিনি পিছুটান দিয়েছেন। আজ বুধবার গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মোস্তফা মোহসীন মন্টু জানান, গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান অনিবার্য কারণবশত বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।

জানতে চাইলে গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের বলেন, বিকেলে চেম্বারে ডেকে ড. কামাল হোসেন কথা বলেছেন মোকাব্বির খানের সঙ্গে। এরপরই ওই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এর আগে দলীয় সিদ্ধান্তেই মোকাব্বির খান আগামীকাল বৃহস্পতিবার শপথ নিচ্ছেন বলে জানানো হয়েছিল। বুধবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

তবে অপর সংসদ সদস্য সুলতান মনসুর আহমেদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। এ বিষয়ে জগলুল হায়দার বলেন, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের বিষয়টি এখনো নিশ্চিত নই। ওনার সঙ্গে মিটিং শেষে সিদ্ধান্ত হবে।

এর আগে শপথ নেওয়ার জন্য গত শনিবার স্পিকারকে চিঠি দেন গণফোরামের এই দুই সদস্য। স্পিকারের দপ্তর চিঠি পাওয়ার পর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ মার্চ বেলা ১১টায় শপথের সময় নির্ধারণ করা হয়। জাতীয় সংসদ ভবনের নিচ তলার শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করানো কথা ছিল।

মন্তব্য