kalerkantho


চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ‘ব্যবহার অনুপযোগী’

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:৫৪চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ‘ব্যবহার অনুপযোগী’

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ভবনগুলো এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি ভবনগুলোর ধসে পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর একে এম শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে ভবনগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এগুলো এখন ব্যবহারেরও অনুপযোগী। ভবনের কলামগুলো দেবে গেছে, রড বের হয়ে গেছে। ধসে পড়ার সম্ভাবনা রয়েছে।  

উল্লেখ্য, গত বুধবার রাতে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ‘ওয়াহিদ ম্যানশন’ ভবনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। জানা গেছে, এ আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে এ ঘটনার পর পুরান ঢাকায় দাহ্য পদার্থের গোডাউন থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। 

তিনি আরো বলেন, এজন্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।মন্তব্য