kalerkantho


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ উপনেতার শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪৩বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ উপনেতার শ্রদ্ধাঞ্জলি

টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতি ও বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান উপনেতা। এ সময় উপনেতা সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ফরিদপুর-২ আসনের এমপি সৈয়দা সাজেদা চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করে গতকাল সোমবার সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।মন্তব্য