kalerkantho


‘কামাল হোসেনকে দেখে নিতে আমি একাই যথেষ্ট’

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৮ ২১:৫০‘কামাল হোসেনকে দেখে নিতে আমি একাই যথেষ্ট’

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ড. কামাল হোসেন মাকাল ফল। যার বাইরে এক রকম আর ভিতরে অন্য রকম।

শনিবার দুপুরে নকলা উপজেলার মুক্তিরবাজারে নির্বাচনী প্রচারণাকালে এ কথা বলেন তিনি।

কামাল হোসেনের সাংবাদিককে ‘খামোশ’ বলে দেখে নেওয়ার হুমকি প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, কামাল হোসেনকে দেখে নিতে আমি একাই যথেষ্ট। কামাল সাহেব তো আইনের লোক, আইনে তাকে দেখার মত সুযোগ রয়েছে।

এদিন তিনি টালকী ও গোড়দার ইউনিয়নে বেশ ক’টি পথ সভায় বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।মন্তব্য

habib commented 3 days ago
apnar ki mone pore apni ki chilen..bongabondur naam mukhe nite lajja hoy na ? chi chi