kalerkantho

'বর্ণচোরা-ভণ্ডদের ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে জাতি'

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৮ ১৫:০০ | পড়া যাবে ১ মিনিটে'বর্ণচোরা-ভণ্ডদের ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে জাতি'

ফাইল ছবি

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ড. কামাল হোসেন-মাহমুদুর রহমান মান্নাদের বিএনপির সঙ্গে ঐক্য করাকে জাতির জন্য দুর্ভাগ্যজনক। এসব বর্ণচোরা-ভণ্ডদের ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে জাতি।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের সংগঠন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে ১৪ দলের মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ড. কামাল হোসেনরা এক সময় আওয়ামী লীগে ছিলেন। বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন। বঙ্গবন্ধু মন্ত্রীও করেছিলেন। সেই কামাল হোসেন এখন স্বাধীনতাবিরোধীদের জোট সঙ্গীদের সঙ্গে ঐক্য করেছেন। এটি আমাদের জন্য দুর্ভাগ্য নয়, জাতির জন্য দুর্ভাগ্য।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এসব বর্ণচোরা ভণ্ডদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ব্যালটের মাধ্যমে।

নাসিম জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ডিসেম্বরে বিজয়ের মাসে প্রতিটি জেলা-উপজেলায় বিজয় মঞ্চ করা হবে।

মন্তব্য