kalerkantho


‘হাসিনা: এ ডটার’স টেল’ দেখতে আজও উপচেপড়া ভিড়

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৮ ১৮:৩৫‘হাসিনা: এ ডটার’স টেল’ দেখতে আজও উপচেপড়া ভিড়

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জীবনীভিত্তিক ডক্যুড্রামা হাসিনা: এ ডটার’স টেল দেখতে দ্বিতীয় দিনের প্রিমিয়ার শো’তেও ভিড় করেছেন বিভিন্ন বয়সী দর্শক। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে উপচে পড়া দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রিমিয়ার শো’র অংশ হিসেবে সকাল ১১টায় প্রদর্শন শুরু হয় ডক্যুড্রামাটির। ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যার জীবন ও সংগ্রামের গল্প দেখতে প্রেক্ষাগৃহে যান বিভিন্ন স্তরের মানুষ। ৭০ মিনিট ব্যাপ্তির এই পরিবেশনায় পরিচালক মুন্সিয়ানার সঙ্গে ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর দুই কন্যার ঘুরে দাঁড়ানোর গল্প।

চলচ্চিত্রটিতে ব্যক্তি শেখ হাসিনার আদর্শিক লড়াই, জাতির পিতা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার পাশাপাশি উঠে এসেছে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু পরিবারের ত্যাগের গল্প। মুজিব আদর্শের এই চিত্রায়নে মুগ্ধ সবাই।

আগামীতেও এমন ঐতিহাসিক ঘটনার বড় পর্দায় চিত্রায়ন প্রত্যাশা করেন তারা। বিকেল থেকে ঢাকার তিনটি ও চট্টগ্রামের একটি প্রেক্ষাগৃহে সর্বসাধারণের জন্য চলচ্চিত্রটির বাণিজ্যিক প্রদর্শন শুরু হবে।মন্তব্য