kalerkantho


তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রীর ‘লেটস টক’ স্থগিত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৮ ০৯:৫০তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রীর ‘লেটস টক’ স্থগিত

অনিবার্য কারণবশত তরুণদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘লেটস টক’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে অনুষ্ঠানটি অদূর ভবিষ্যতে নিকটবর্তী সময়ে নতুন তারিখে হবে বলে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবনও তরুণদের নিয়ে তার পরিকল্পনার কথা জানাবেন। সেইসঙ্গে নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ ভাবনার কথাও জানাবেন তিনি। পাশাপাশি তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা ও স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা শুনবেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও তিনি অংশগ্রহণকারী তরুণদের সঙ্গে দেশের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করবেন। এ কারণে সারাদেশ থেকে বাছাইকৃত ১৫০ জন তরুণের সঙ্গে প্রধানমন্ত্রীর আগামী ১৬ নভেম্বর আলোচনায় বসার কথা ছিল।

সিআরআই এর পক্ষ আরো জানানো হয়েছিল, ওইদিন বিকেল ৪টায় অনুষ্ঠানটি বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে।মন্তব্য