kalerkantho


বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন জার্মান দূত

কূটনৈতিক প্রতিবেদক   

১২ নভেম্বর, ২০১৮ ২১:১৪বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন জার্মান দূত

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। এর আগে তিনি মঙ্গলবার সকালে বরিশাল মহানগরী যাবেন। 

ঢাকায় জার্মান দূতাবাস জানায়, জার্মান রাষ্ট্রদূত বরিশালে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ গুরুত্বপূর্ণ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ এবং ওই অঞ্চলের টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন। তিনি বাংলাদেশে শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন প্রেক্ষাপট বিষয়ে জানতে আগ্রহী। তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ ও অপসোনিন ফার্মার বরিশাল প্ল্যান্ট পরিদর্শন করবেন। এছাড়া তিনি বরিশাল মহানগরীর পুরনো গির্জা ও অন্যান্য স্থাপনা ও পরিদর্শন করবেন।মন্তব্য