kalerkantho


তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের বৈঠক

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৮ ১২:৫৬তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের বৈঠক

ফাইল ফটো

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন খুটিনাটি বিষয় চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কক্ষের মিটিং রুমে বৈঠক শুরু হয়।

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সম্প্রচার করা হবে। সেখানেই ঘোষণা করা হবে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল। সেজন্য গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় সভায়।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

ইসি সচিব জানিয়েছেন, এ সভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের দিন ঠিক করে বিস্তারিত তফসিল চূড়ান্ত করা হবে। এরপরই হবে জাতির উদ্দেশে সিইসির ভাষণের প্রস্তুতি।মন্তব্য