kalerkantho


আইয়ুব বাচ্চুর মৃত্যুতে এরশাদের শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৮ ১২:২৬আইয়ুব বাচ্চুর মৃত্যুতে এরশাদের শোক

ফাইল ফটো

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এরশাদ। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।মন্তব্য