kalerkantho


ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন : তথ্যমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৮ ২০:৪৭ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, গণমাধ্যমের জন্য নয়।

তিনি আজ মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘নারী শিশুসহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। সাইবার অপরাধী ও হ্যাকারদের হাত থেকে ডিজিটাল জগতের নিরাপত্তার জন্য এ আইন করা হয়েছে। এই আইনের কোনো জায়গায় গণমাধ্যমের কর্মীদের কথা বলা হয়নি।’

তিনি বলেন, ‘সেইসঙ্গে মনে রাখা দরকার, সংবিধানের ৩৯ ধারা, তথ্য অধিকার আইন, সম্প্রচার আইন, গণমাধ্যমকর্মী আইন- এসকল আইন সমুন্নত রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন কাজ করবে।’

এ সময় আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের নেতৃত্বে ফাউন্ডেশনের নির্বাহী সদস্যবৃন্দ মন্ত্রীর সঙ্গে গণমাধ্যম বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন।মন্তব্য