kalerkantho


ভোলায় সাংবাদিকদের সায়েম সোবহান আনভীর

নতুন প্রজন্মের জন্য স্বাধীনতার জাদুঘর স্থাপন সময়ের দাবি

ভোলা প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:২৪নতুন প্রজন্মের জন্য স্বাধীনতার জাদুঘর স্থাপন সময়ের দাবি

বাংলাবাজার স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করছেন ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। ছবি : কালের কণ্ঠ

নতুন প্রজন্মের জন্য স্বাধীনতার জাদুঘর স্থাপন এখন সময়ের দাবি। সেজন্য দেশের প্রতিটি জেলা-উপজেলায় জাদুঘর প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

আজ মঙ্গলবার ভোলার বাংলাবাজার স্বাধীনতা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সায়েম সোবহান এ কথা বলেন। 

আজ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প এবং বেসামরিক বিমানমন্ত্রী শ্রী সুরেশ প্রভু সস্ত্রীক ভোলা সফরে আসেন। তাঁর সফরসঙ্গী হিসেবে সায়েম সোবহান আনভীরও উপস্থিত ছিলেন। সফরকালে অতিথিরা ভোলার বাংলাবাজারের স্বাধীনতা যাদুঘর পরিদর্শন করেন। এছাড়া ভোলায় পরিচালিত ফাতেমা খানম বৃদ্ধাশ্রম, ফাতেমা খানম কলেজ ও আজাহার-ফাতেমা খানম মেডিক্যাল কলেজও পরিদর্শন করেন তাঁরা।

এ সময় সায়েম সোবহান আনভীর সাংবাদিকদের বলেন, অনাগত প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এ ধরনের জাদুঘর প্রতিটি জেলা-উপজেলায় স্থাপন করা এখন সময়ের দাবি। 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পদাঙ্ক অনুসরণ করে সামর্থবানদেরকে এ ধরনের কাজে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। 

সফরসঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম (অব.) এমপি, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইসলাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল ইসলাম, দৈনিক বালাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারি সাইফুল ইসলামসহ প্রমুখ।মন্তব্য