kalerkantho


পল্লবীতে পথ শিশুদের জন্য পিএসএফের স্বাস্থ্য ক্যাম্প

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:২৯পল্লবীতে পথ শিশুদের জন্য পিএসএফের স্বাস্থ্য ক্যাম্প

রাজধানীর পল্লবীতে পথ শিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেছে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)। 

পিএসএফ এবং বাংলাদেশ এলায়েন্স ফর সোস্যাল ইক্যুইটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজনে ‘পথ শিশুদের ভ্রম্যমান ক্লিনিক প্রজেক্ট’ এর আওতায় আজ বুধবার ক্যাম্প পরিচালিত হয়। মিরপুর ফুলবাগান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এই ক্যাম্পে সহযোগীতা করে।

স্বাস্থ্য ক্যাম্পে বাংলাদেশের স্বনামধন্য শিশুরোগ বিষেশজ্ঞ অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম প্রায় ৫২ জন পথ শিশুদের চিকিত্সা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরন করেন। ক্যাম্পে সহযোগীতা করেন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের হেলথ্ প্রজেক্ট এর ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ডা. উত্পল সূত্রধর, ভারপ্রাপ্ত সিইও- মনসুর আহমেদ। 

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।মন্তব্য