kalerkantho


ঈদের আনন্দে বাধা হতে পারে বৃষ্টি

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৮ ০০:৪১ঈদের আনন্দে বাধা হতে পারে বৃষ্টি

রাত পোহালেই পবিত্র কোরবানির ঈদ। ঈদ নিয়ে কতো জনের মনে কতো পরিকল্পনা। কতো আনন্দধারা বয়ে যাবে সবার মনে। কিন্তু এই আনন্দের দিনেই বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর এমন সম্ভাবনার কথা জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, বাংলাদেশের উপরে যে লঘু চাপটা ছিল তার প্রভাব বেশ কমে গেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বুধবার থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজধানীতে ঈদের দিন সকালে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে দুর্ভোগের শঙ্কা কম।

মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে এবং বুধবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে।মন্তব্য