kalerkantho


রংপুরে ঈদ করবেন এরশাদ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৮ ১৫:৪৪রংপুরে ঈদ করবেন এরশাদ

রংপুরের পৈতৃক বাড়িতেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সে জন্য আগামীকাল শনিবার ঢাকা ত্যাগ করবেন তিনি।

শনিবার সারাদিন তিনি রংপুরেই অবস্থান করবেন। বেলা সাড়ে ১১টা থেকে তিনি রংপুর-৩ আসনের বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেবেন। দুপুর ২টায় রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালের গেস্ট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বেলা ৩টা থেকে রংপুর পল্লী নিবাসে অবস্থান করবেন এরশাদ।

ঈদেরদিন সকাল ৮টায় রংপুর কালেক্টরেট ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন এরশাদ। এরপর পল্লী নিবাসে অবস্থান করবেন তিনি। ২৩ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।মন্তব্য